Mostofa Kamal
আমি বিশ্বাস করি আমি 'মানুষ', তবে সেটা হয়তো কারো কারো কাছে নিম্ন বা অতি নিম্ন শ্রেণীগত অথবা অসামাজিক বা অমানুষ প্রকৃতির, তবুও অন্য সবার মতো আবেগ, অনুভুতি, ভালো কিংবা খারাপ লাগা, এমনকি অতীতের কোন সৃতিতে একাকি বিচরন করা - সবই বিদ্যমান আমার মাঝে, এবং এটা সকল প্রাণীর মাঝেই বিদ্যমান আছে বলেই আমি যতদুর জানি, এটা প্রানীকুলের বৈশিষ্ট. প্রতিদিন সকালে সবার মুখে হাসি ফোটানোর জন্য মানুষের ঘুম ভাঙ্গেনা - আমার ক্ষেত্রেও তাই, লোক দেখানো কিছু নেই এর মাঝে, এটা চিরন্তন সত্য ৷ তাই এই সবকিছুই মিলিয়েই আমি, এই "অবশিষ্ট" আমি ...